সেই হোটেল ম্যানেজার ৪ দিনের রিমান্ডে

31

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজারে স্বামী-সন্তানসহ বেড়াতে যাওয়া পর্যটককে ধর্ষণের মামলায় গ্রেপ্তার জিয়া গেস্ট-ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ তাকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর একটি অনলাইন বার্তা সংস্থার
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার রিয়াজ উদ্দিনকে এই মামলার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি জানান, মামলাটির তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় শনাক্ত মূল আসামি আশিকুল ইসলাম আশিক, বাবু ও জয় সহ আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের আদালতে হাজির ভুক্তভোগী জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করছেন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন।