সেই ট্রেনটি কেড়ে নিল আরও এক প্রাণ

34

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাহাড়তলী রেলস্টেশনের কাছে ও সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার পৃথক এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ডবলমুুরিং থানার পাহাড়তলী রেলস্টেশনের কাছে গতকাল সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে নিহত পিন্টু দাশ পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার বাসিন্দা। মিরসাইয়ে ১১ জনের প্রাণ নেওয়া সেই মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
ডবলমুরিং থানার সহকারী উপ-পরিদর্শক শিপু মারমা জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে আমরা পরিচয় নিশ্চিত হয়েছি। কিভাবে ট্রেনে কাটা পড়লো রেলওয়ে পুলিশ তা তদন্ত করে দেখবে। রেলওয়ে পুলিশকে হস্তান্তরের পর লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
অপরদিকে সীতাকুন্ড প্রতিনিধি জানান, সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে মো. রুহান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে ভাটিয়ারি পোর্ট লিংক রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত রুহান ভাটিয়ারি ইমামনগর এলাকার মো. হারুনের পুত্র।
জানা যায়, গতকাল বিকাল ৩টার দিকে রুহান বাড়ি থেকে রেললাইন সংলগ্ন বাবার চায়ের দোকানে যায়। এরপর বাইরে হাটার উদ্দেশ্যে রেললাইন অতিক্রমকালে ঢাকামুখী লাইনে ট্রেন যাওয়ার সময় কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই মো. আলাউদ্দিন বলেন, ‘শুক্রবার বিকালের দিকে ভাটিয়ারি এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে এক কিশোরকে আহতাবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।’