সৃজামি’র গণসংগীত উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

14

পূর্বদেশ অনলাইন
গণসংগীত সংগঠন সৃজামি সাংস্কৃতিক অঙ্গন তিন দিনের গণসংগীত উৎসব আয়োজন করেছে শিল্পকলা একাডেমিতে। বর্ণাঢ্য এ উৎসবের প্রথম দিনে আজ বিকেল পাঁচটায় উৎসব উদ্বোধন করেন দেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব নাট্যজন মামুনুর রশিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশ যেখানে সাম্প্রদায়িকতা আর অপ রাজনীতির বিষবাষ্পে জর্জরিত, যেখানে ‘সংগীত গেছে থামিয়া’ সৃজামির এই আয়োজন আমাদের মনে আশা সঞ্চার করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত গুণী নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার কবি অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়, চট্টগ্রামের গণসংগীত অঙ্গনের বিশিষ্ট শিল্পী গীতিকার, সুরকার ও সংগঠক আওয়ামী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অশোক সেনগুপ্তকে। অশোক সেনগুপ্তের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তারই সহধর্মিনী নৃত্যশিল্পী শ্রীমতি রত্না সেনগুপ্তা। অনুষ্ঠানের শুরুতে সুজিত চক্রবর্তী এর পরিচালনায় সৃজামির শিল্পীরা পরিবেশন করেন, ভাষা শহীদদের স্মরণে জাগরণের গান। অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত সৃজামির শিল্পীদের দ্বারা পরিবেশিত সুজিত চক্রবর্তীর পরিচালনায় কবিতার গান শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অতিথি বৃন্দ। আগামীকাল এবং পরশু ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির মুক্তাঙ্গনে উৎসবে অংশগ্রহণ করবেন বোধন আবৃত্তি পরিষদ, ওড়িশি এন্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ এবং উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম। এছাড়াও দুদিনের উৎসবে গণসংগীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত বিশিষ্ট গণসংগীত শিল্পী রাজু বল ও রুমা বল এবং অনুষ্ঠানের তৃতীয় দিনের সর্বশেষ পরিবেশনায় অংশগ্রহণ করবে পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসঙ্গীত দল সারেঙ্গি।