সৃজামির গণসংগীত উৎসবের দ্বিতীয় দিনের মনোমুগ্ধকর পরিবেশনা

22

পূর্বদেশ অনলাইন
সৃজামি গণসংগীত উৎসবের দ্বিতীয় দিনে বিপুল দর্শক-শ্রোতার সমাগমে মনোমুগ্ধকর পরিবেশনায় উজ্জ্বল হয়ে উঠল আজকের আয়োজন। অনুষ্ঠানের প্রারম্ভে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মেলন সংগীত পরিবেশন করে সৃজামির সংগীত শিক্ষা প্রতিষ্ঠান, সৃজামি সঙ্গীত অঙ্গনের নবীন শিক্ষার্থীবৃন্দ। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাট্যনির্দেশক এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। এরপর একক সংগীত পরিবেশন করেন উদীয়মান সংগীত শিল্পী চন্দ্রিমা বিশ্বাস ভৌমিক রাত্রি এবং লোকগান পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পী এবং লোকসংগীত সাধক আব্দুর রহিম। আজকের আয়োজনের উল্লেখযোগ্য পরিবেশনা ছিল, সৃজামির পরিবেশনায় গীতিকার, সুরকার এবং মঞ্চাভিনেতা সৃজামির দলপ্রধান সুজিত চক্রবর্তীর পরিচালনায় সৃজামির শিল্পী বৃন্দের কন্ঠে এবং পরিবেশনে কবিতা থেকে গান। কবির রচনা যখন নতুন করে সংগীতে রূপ নেয় তখন তা পাঠক শ্রোতার কাছে নতুন মাত্রা পায়। সৃজামির কবিতা থেকে গান তারই উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের প্রখ্যাত গণসংগীত শিল্পী কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকা এবং সুরকার সলিল চৌধুরীর স্নেহধন্য শিল্পী রাজু বল পরিবেশিত জাগরণের গান। তার সঙ্গে সহশিল্পী ছিলেন শিল্পী রুমা বল। তাদের একক এবং যৌথ পরিবেশনায় উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আগামীকাল উৎসবের শেষ দিনের অনুষ্ঠানমালা শুরু হবে বিকেল ৫টায় একাডেমীর মুক্ত মঞ্চে।