সূর্যগিরি আশ্রমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

12

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বুধবার মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই চারদিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সভায় তিনি বলেন, ৬-১১ মাস বয়সী শিশুকে নীল, ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিক শিশু মৃত্যুঝুঁকি কমায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ-অর্থ সম্পাদক অভিবসু মল্লিক, সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, অর্চনা রানি আচার্য, সংগীতা শীল, রূপনা আচার্য, তূর্ণা আচার্য, মালাধন ত্রিপুরা, সোমা চৌধুরী, কাশ্মিরী দাশ, ঝুমুর সর্দার (১), ঝুমুর সর্দার (২), বাবলা সর্দঅর, তপন সর্দার, সাজু সর্দার প্রমুখ। বিজ্ঞপ্তি