সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে

40

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, শিশু-কিশোরদের মনে ইতিবাচক ভাবনা-সৃষ্টিতে সহায়ক অনুষ্ঠানে বেশি সম্পৃক্ত করতে হবে। আমাদের ঐতিহ্য, গৌরবময় ইতিাহস, সংগ্রাম, অর্জন সম্পর্কে তাদের জানাতে হবে। আমাদের কৃষ্টি-সংস্কৃতি শিক্ষা দিয়ে মেধা-মননে ভবিষ্যত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে তাদেরকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে হবে। দেশের সমৃদ্ধি অর্জনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রত্যাশা আর্ট স্কুলের বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও মিলেনিয়াম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবলীগ সদস্য মো. ইব্রাহিম। স্কুলের পরিচালক রুহুল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, সমাজসেবক হামিদুল হক, মনির আজাদ, আবদুল মালেক, এনামুল হক রানা, আজিজুল হক, কায়েস উদ্দিন, মো. সোহেল, কায়সার আহমেদ।
মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামকে প্রতিপাদ্য করে শিশু কিশোরদের বয়সভিত্তিক কবিতা আবৃত্তি, হাতের লেখা, চিত্রাংকন, গান ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। খবর বিজ্ঞপ্তির