সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ার কারিগর

22

মিতা পোদ্দার

শিক্ষা হলো দক্ষ মানবশক্তি ও সমৃদ্ধ জাতি গঠনের চালিকাশক্তি। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি। দক্ষ মানব সম্পদ গড়ার কারিগর হলো সুশিক্ষিত মানব সমাজ। প্রাথমিকের একজন শিক্ষক আমি। আমার হাতেই গড়ে উঠে এক একটি প্রজন্ম। বর্তমান সরকার প্রতিটি শিক্ষকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছেন।
শিক্ষকদের সামাজিক পদমর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতিসহ উন্নত বেতন স্কেল দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। একটি শিশুর চাহিদা ও সামর্থ্যরে উপর ভিত্তি করে শিশুটিকে আলোর পথে এগিয়ে নেওয়াই আমাদের দায়িত্ব।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একজন শিক্ষক হিসেবে আমার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকতাকে ভালোবেশে শিখন শেখানো কার্যক্রমে বিভিন্ন পদ্ধতি ও কৌশল অবলম্বন করে পাঠদানে এগিয়ে যেতে হবে। একটা কথা সব সময় আমাদের মনে রাখা উচিত -, শিক্ষকতা একটা ধর্ম, একে জীবনে ধারণ করতে হয়; জ্ঞানীমাত্রই শিক্ষক নন।