সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কক্সবাজার ও রামুকে এগিয়ে নেয়া হবে: এমপি কমল

61

কক্সবাজার সদর-রামু আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কক্সবাজার-রামুকে উন্নয়নে এগিয়ে নেয়া হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। জনগণের এ প্রতিদান দিতে আরো উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আওয়ামীলীগের নামে কেউ দখলবাজি, চাঁদাবাজি বা অপরাধ কর্মকান্ড করলে ছাড় দেয়া হবে না। ইয়াবা ব্যবসায়ি এবং দখলবাজদের কঠোরভাবে দমন করা হবে। অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে দলীয় নেতাকর্মীরা কক্সবাজার অনেক লুটপাট চালিয়েছে। রাতের আঁধারে দখল করে নেয়া হয়েছিলো বিপুল সরকারি জমি। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও কোন লুটপাট করেনি। আগামীতে সব দল-মতের মানুষের কল্যাণে তিনি কাজ করার ঘোষনা দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু আসনে আলহাজ সাইমুম সরওয়ার কমল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি কক্সবাজার পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহীদ দৌলত ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসংগে তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের মত কক্সবাজার-রামুর মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কক্সবাজার-রামু এখন আগের মত নেই, এখন এ এলাকা টুঙ্গীপাড়ার মত। সদর ও রামু উপজেলা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীক যার, বিজয়ও তার। তিনি সংসদ নির্বাচনে বিজয়ের মহানায়কদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা নির্বাচনেও নৌকার বিজয় ছিনিয়ে আনার আহবান জানান। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় বিশাল এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান, আইন সম্পাদক এড. ফরিদুল আলম, ইউনুচ বাঙ্গালী, এড. আব্বাস উদ্দিন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনছারী, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা তাঁতীলীগ সভাপতি আরিফ মওলা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি তৈয়ব উল্লাহ মাতব্বর, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, শামসুল আলম ও নুরুল হক কোম্পানী, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সরওয়ার আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার মেম্বার, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল রাশেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নুর ছিদ্দিক, আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলম, সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, আওয়ামীলীগ সভাপতি এহছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, খুরুশকুল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামীলীগ সহ সভাপতি আবদুল হক জিকু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, যুগ্ন সম্পাদক বদিউল আলম আমীর, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ওসমান সরওয়ার, মোহাম্মদ আলী মুন্না, পৌর যুবলীগ যুগ্ন আহবায়ক ডালিম বড়–য়া, জেলা যুবলীগ নেতা এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, আওয়ামীলীগ নেতা কাজী রাসেল আহমদ নোবেল, রামুর আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ মাস্টার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, যুবলীগ আহবায়ক ছৈয়দ নুর মেম্বার, যুগ্ন আহবায়ক আবু বক্কর মেম্বার, উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা নুরুল আজিম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, আওয়ামীলীগ নেতা হাজ্বী নুরুল হক, সৈয়দ মো. আবদুস শুক্কুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শফিউল আলম কাজল, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, তছলিম উদ্দিন সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, সাবেক চেয়ারম্যান আবদুল গনি সওদাগর, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওসমান গনি মেম্বার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি রাহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল কবির পুতু,ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জয়, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, যুবলীগ নেতা ওসমান গনি, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, সাবেক মেম্বার সাহাব উদ্দিন ও রিটন বড়ুয়া, উপজেলা ওলামালীগ সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন আনছারী, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মো. শাহীন, সে¦চ্ছাসেবকলীগ নেতা মিজানুল হক, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক চেয়ারম্যান এমএম নুরুচছাফা, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবছার কামাল সিকদার, মীর আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন সিকদার ছাড়াও কক্সবাজার সদর, পৌর, রামু উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।