সুর নরম হলো মিয়ানমার জান্তার, আসিয়ানে আস্থা

0

 

মিয়ানমারে শান্তি ফেরাতে অবেশেষে দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার। আসন্ন আসিয়ান সম্মেলনে মিয়ানমার জান্তাপ্রধানকে বাদ দেওয়া নিয়ে জোটের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয় দেশটির। অবশেষে সুর নরম করে জোটের সঙ্গে হওয়া পাঁচ দফা চুক্তি বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিলো মিয়ানমার। রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জান্তা সরকার জানায়, ‘গত এপ্রিলে আসিয়ান জোটের সঙ্গে হওয়া পাঁচ দফা চুক্তি বাস্তাবায়নে কাজ করতে প্রস্তুত মিয়ানমার। নেপিদো অন্যান্য দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মূল বিষয়কে সমর্থন করে’। এর আগে সংঘাত প্রবণ মিয়ানমারে শান্তি ফেরাতে জান্তা সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি এমন অভিযোগ তুলে আসিয়ান সম্মেলনে থেকে বাদ দেওয়া হয় মিন অং হ্লাইংকে। সম্মেলনে মিয়ানমারের অরাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে সামরিক সরকার। তবে হঠাৎ করেই সুর নরম করলো মিয়ানমার। গত ১ ফেব্রয়ারি অং সান সু চি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। প্রতিবাদে জান্তাবিরোধী আন্দোলন চালিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ।