সুরসম্রাজ্ঞী শেফালী ঘোষের বাড়ি দখলের অপচেষ্টা

38

একুশে পদকপ্রাপ্ত আঞ্চলিক গানের সম্রাজ্ঞী, কিংবদন্তী প্রয়াত শিল্পী শেফালী ঘোষ’র বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন প্রয়াত শেফালী ঘোষ’র পুত্র সুশান্ত দত্ত। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সুশান্ত দত্ত বলেন, দুষ্কৃতিকারীরা আমার মায়ের রাষ্ট্রীয় সনদপত্র, একুশে পদক সহ যাবতীয় মূল্যবান পুরষ্কার এবং ব্যবহার্য্য জিনিসপত্র লুটকরে নিয়ে যায়। আমার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি। আমার মা শেফালী ঘোষ এবং পিতা ননী গোপাল দত্ত জীবদ্দশায় জন কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে সংগীতের মাধ্যমে জনতার জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ‘ও মুজিব ভাই রে, বঙ্গবন্ধুর দুই নিশানা শেখ হাসিনা, শেখ রেহানা’ এখনও জনগণের মুখে মুখে। আমি জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি এবং আমার মায়ের স্মৃতি বিজড়িত বাড়ি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রতন কুমার বিশ্বাস, বিটু ভৌমিক, স্বপন ঘোষ রায় নিপু, সুজন চৌধুরী, কৃষ্ণা দাশ, বিউটি দাশ, ধীমান বিশ্বাস। বিজ্ঞপ্তি