সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে তুলতে হবে

31

রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর কর্ণফুলী জোনের জোনাল ইন্ট্রাসিটি সেমিনার “সবার জন্য শিক্ষা” নগরীর ইউসেপ রিজিওনাল কার্যালয়ে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি আজিজুল গণি চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সমুন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্ণর লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর। সেমিনারে আরো বক্তব্য রাখেন লে. গভর্নর পিপি মাহফুজুল হক, এডিশনাল লে. গভর্নর সিপি মোহাম্মদ শাহজাহান, এসিসটেন্ট গভর্ণর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, গ্রেটার চিটাগাং রোটারী ক্লাবের সহ-সভাপতি ও চবি প্রফেসর ড. সৈয়দা খুরশীদা বেগম, ইউসেপ জোনাল ম্যানেজার জয় প্রকাশ বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় ছেলে মেয়েদের গড়ে তুলতে হবে যাতে তারা সমাজের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিনত হতে পারে। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়ার প্রতি আমাদের বেশী মনোযোগী হতে হবে যাতে তারা সমাজ থেকে বিছিন্ন না হয় কারণ তারা সমাজেরই অংশ। সেমিনারের মূল বক্তা সমুন বড়ুয়া তার প্রবন্ধে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিশদ বিবরণ তুলে ধরেন। বিজ্ঞপ্তি