সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ নিস্তব্ধ পথশিশু’র

27

 

‘শিক্ষা, সেবা, মানবতা’ স্লোগানে একঝাঁক স্বপ্নবাজ মেধাবী তরুণ-তরুণীদের সংগঠন নিস্তব্ধ পথশিশু এর ৪র্থ বর্ষে প্রদার্পণ উপলক্ষে ৫০০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। গত ১ জানুয়ারি বিকালে নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২১নং জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন। সুদীপ্ত আকাশ রাজন ও চৈতী সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য লিংকন তালুকদার। প্রধান বক্তা ছিলেন লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কথক দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণি, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, ব্যবসায়ী বিধান কৃষ্ণ চক্রবর্তী, কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্ত ও আঞ্জুমান আরা আঞ্জু, শিমুল দাশ, সাংবাদিক মিশু পাল, প্রকৌশলী রূপন নাগ, সাংবাদিক জুয়েল আইচ, শাহাদাত হোসেন মানিক, সংগঠনের কর্মকর্তা ইমন চৌধুরী, মিশু শীল, রনি দাশ, সৌরভ দাশ। বক্তব্য রাখেন নিস্তব্ধ পথশিশু পরিবারের সদস্য দীপ্ত দে, প্রতীক ঘোষ, নয়ন শীল, পুনম চক্রবর্তী, মুক্তা পাল, শ্রæতি দে, রকি মুহুরী, জয় চক্রবর্ত্তী, সচিন রুদ্র, প্রিয়া ধর, মিথিলা দেবী, ইমন চৌধুরী, শ্রাবণ পাল প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন।