সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রত্যয়

13

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি কার্যনির্বাহী পরিষদের সভা গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম। শুরুতেই প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিগত সভার কার্যবিবরণী অনুমোদনের পর পূর্ববর্তী অনুষ্ঠানের আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থবিষয়ক সম্পাদক মো. আরশাদ উল্লাহ। আলোচনায় অংশ নেন, সমিতির উপদেষ্টা লায়ন সিরাজুল হক আনসারী, রাশেদ মনোয়ার, সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ, ফরিদ উল আলম, ইউসুফ হোসেন ভুৃঁইয়া, যুগ্ম-সম্পাদক মাহমুদ হোসেন মামুন, আপ্যায়ন সম্পাদক শিবু কুমার শীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাশেদ আনোয়ার, সদস্য সাহেদা আক্তার নাসরীন, সাবিরা সুলতানা বীণা, কামরুল পাশা ভুঁইয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আনন্দ আয়োজন, প্রাক্তনীদের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। সমিতির প্রতিষ্ঠাতা আহব্বায়ক অধ্যাপক গাজী সালেহ উদ্দীনসহ কার্যনির্বাহী পরিষদের প্রয়াত সদস্যদের স্মরণস্মরণ সভা ও আগামী বছরের জানুয়ারিতে দিনব্যাপী আনন্দ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।