‘সুফিয়া কামাল বাঙালি নারী জাগরণের বাতিঘর’

72

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে কবি সুফিয়া কামাল স্মরণে এক আলোচনা গত ১৮ জুন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে নগরীর কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ বিজয় লক্ষী দেবী। সংগঠনের সহ সভাপতি এম নুরুল হুদার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দীপংকর চৌধুরী কাজল, মুক্তিযোদ্ধা এমএ সালাম, শিক্ষক অজিত কুমার শীল, জসিম উদ্দীন চৌধুরী, মো. লিপটন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি সজল দাশ, রতন দাশ গুপ্ত, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, আসিফ ইকবাল, শিক্ষক দুলাল মল্লিক, স ম জিয়াউর রহমান, সৈয়দা শাহানা আরা বেগম, নারায়ন কান্তি দাশ, মো. মানিক, মাওলানা কে এইচ এম তারেক, সুমন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, কবি সুফিয়া কামাল বাঙালি নারী সমাজের চির প্রেরণাদায়ক একটি নাম। আজকের দিনে নারী ক্ষমতায়ন কিংবা নারী নেতৃত্বের পেছনে কবি সুফিয়া কামালদের ত্যাগ, তীতিক্ষা ও অবদান অনস্বীকার্য। বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন বাঙালি নারী জাগরণের বাতিঘর। বিজ্ঞপ্তি