সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়েছি : ইমরান

17

পূর্বদেশ ডেস্ক

আদালতের আদেশে সব ছক উল্টে যাওয়ার পরদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের দেওয়া রায় তিনি মেনে নিয়েছেন। গতকাল শুক্রবারের এই ভাষণে তিনি বলেন, “রায়ে আমি দুঃখ পেয়েছি, কিন্তু তা মেনে নিয়েছি।”
সম্মান বাঁচানোর চেষ্টায় আস্থা ভোট এড়িয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কৌশল নিয়েছিলেন ইমরান, কিন্তু সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করে আজ শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে আস্থা ভোটের নিষ্পত্তি করতে বলেছে।
পার্লামেন্টে সমর্থনের যে হিসাব-নিকাশ দাঁড়িয়েছে, তাতে অনাস্থার লজ্জা নিয়ে ইমরানের প্রস্থান অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তার আগে শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি কী ঘোষণা দেন, তা নিয়ে জল্পনার মধ্যে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলেন, জাতির সামনে একটি ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ নিয়ে আসছেন ইমরান খান।
অবশেষে রাত সাড়ে ৯টায় ভাষণে ইমরান সবিস্তারে তার বক্তব্য তুলে ধরেছেন দেশবাসীর সামনে। তিনি বলেন, ডেপুটি স্পিকার সংবিধানের ৫ অনুচ্ছেদের আলোকে পার্লামেন্ট অধিবেশন মুলতবি এবং অনাস্থা প্রস্তাব বাতিল করেছিলেন।
“এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অন্তত এ বিষয়টিতে নজর দেবে। অন্য একটি দেশ চক্রান্ত করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে চায়- এটি একটি গুরুতর অভিযোগ।”
তাই এ বিষয়টি সুপ্রিম কোর্ট অন্তত তদন্ত করে দেখবে এমনটিই আশা করেছিলেন বলে জানিয়েছেন ইমরান। খবর বিডিনিউজ’র