‘সুপার লিগ বাতিল হয়ে যায়নি’

18

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে কত সমালোচনা, কত বিক্ষোভ। এমনকি প্রকল্পে অংশ নেওয়া ৯ ক্লাব সরে যাওয়ার পরেও বাতিল হয়ে যায়নি বিদ্রোহী এই লিগ! এমনই দাবি সুপার লিগ চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের।
প্রস্তাবিত বিদ্রোহী এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই শুরু হয় তুমুল সমালোচনা। দেখা দেয় বিক্ষোভ। ভক্তদের তীব্র প্রতিক্রিয়ায় প্রথমে ইংলিশ লিগের ৬টি ক্লাব ঘোষণা দেয় সরে যাওয়ার। এর পর একে একে বিদায় বলে দেয় অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব এসি মিলান, ইন্টার মিলানও। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠাকালীন বেশির ভাগ ক্লাবই যখন সরে দাঁড়িয়েছে, পেরেজ বলছেন, ‘আমরা কাজটা চালিয়ে যাবো। প্রকল্পটা বাতিল হয়ে যায়নি, আপাতত স্থগিত।’