সুনামগঞ্জে মুসাইদাহ ফাউন্ডেশনের নির্মিত ঘর হস্তান্তর

7

সিলেটের সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের বেসরকারি সংগঠন ‘মুসাইদাহ ফাউন্ডেশন’। শুক্রবার সংগঠনের অর্থায়নে ২টি ঘরের নির্মাণকাজ শেষ হলে পরিবারের লোকজনের মধ্যে এই ঘর হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা। দুপুরে সৈয়দপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ইব্রাহীম মিয়া ও স্ত্রী রোশেনা আক্তারকে এবং গ্রামের উত্তরপাড়ার হানিফ মিয়া ও স্ত্রী নাজমা আক্তারকে নবনির্মিত ঘর উপহার দেন মুসাইদাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন মো. আবু হাসান।
বন্যায় ক্ষতিগ্রস্তদের এই ঘর নির্মাণে সার্বিক তদারকি করেন সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. আব্দুল কাদের রুবেল, মো. জুয়েল, মো. সালমান, স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফজর আলী, আব্দুল মালেক, আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি