সুদানে ফ্যাক্টরিতে আগুন নিহত ২৩, আহত ১৩০

11

উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি টাইলস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মঙ্গলবার রাজধানী খার্তুমের উত্তরাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের মোট সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসায় রক্ত দিতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। আল জাজিরা জানিয়েছে, ভয়ঙ্কর এক বিস্ফোরণে ভবনটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। চারপাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। উদ্ভূত পরিস্থিতিতে দমকল বাহিনীকেও ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হয়। পরে ফায়ার সার্ভিসের ১৬টি ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় দমকল কর্মীরা। প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, আকস্মিকভাবে বিকট আওয়াজে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের গোলা ছিটকে আকাশের দিকে উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গ্যারেজে থাকা গাড়িগুলোতে আগুন লেগে যায়।