সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ

8

 

সুদানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাদের একটি গ্রুপ মঙ্গলবার অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। তবে সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়ে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ওই প্রচেষ্টা ঠেকাতে জনগণের প্রতি আহŸান জানানো হয়। তবে এর বেশি কিছু জানানো হয়নি। সুদানের ক্ষমতাসীস মিলিটারি-সিভিলিয়ান কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল ফাকি সুলাইমান ফেসবুকে লিখেছেন, ‘সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। বিপ্লব বিজয়ী রয়েছে।’ তিনি সুদানের পরিবর্তনের সুরক্ষার জন্য জনগণের প্রতি আহŸান জানিয়েছেন।
এদিকে দেশাত্মবোধক গান প্রচার শুরু করেছে সুদানের টেলিভিশন। এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এই প্রচেষ্টার নেপথ্যে ছিলেন। তারা বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই তাদের থামিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বেশ কিছু সেনা সদস্যকে আটক করা হয়েছে। তবে এর বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন শিগগিরই সেনাবাহিনী বিবৃতি দেবে।