সুইডিশ প্রধানমন্ত্রী করোনা ‘পজিটিভ’

3

 

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের কোভিড-১৯ পরীক্ষায় ফল ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন তার মুখপাত্র। দেশটিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে সংক্রমণ বৃদ্ধির ঢেউয়ের মধ্যে ম্যাগডালেনা আক্রান্ত হলেন। তার আগে এ সপ্তাহের প্রথমদিকে কোভিড ‘পজিটিভ’ হয়েছেন দলের আরও কয়েকজন নেতা। তাছাড়া, সুইডেনের রাজা, রানি এবং ক্রাউন প্রিন্সও এ মাসে কোভিড সংক্রমিত হয়েছেন। সুইডেনে ভাইরাসের চতুর্থ ঢেউয়ের মধ্যে এ মাসে কোভিড সংক্রমণের দৈনিক নতুন রেকর্ড হয়েছে। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। নতুন করে আরোপ হয়েছে আরও অনেক বিধিনিষেধ। কোভিড আক্রান্ত প্রধানমন্ত্রী অ্যান্ডারসন স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তিনি বাড়ি থেকেই তার দায়িত্ব পালন করবেন এবং তার শারিরীক অবস্থা আপাতত ভাল আছে বলে জানিয়েছেন অ্যান্ডারসনের মুখপাত্র। বর্তমানে দেশটিতে দিনে প্রায় ২৫ হাজার জন কোভিড আক্রান্ত হচ্ছে।