সীরতুন্নবী (সা.) মাহফিলের ৪র্থ দিন একজন মুসলিম শুধু নিজেকে নিয়ে ভাবতে পারেন না

11

 

চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৪র্থ দিনের অনুষ্ঠান ২১ অক্টোবর লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মাহী ও হাফেজ মুহাম্মদ খালেদ খিজির। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন রায়হানুল হক শাকিল ও আবু হুরায়রা মুহাম্মদ শাকিল। ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন পুটিবিলা দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল ইসলাম, খদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাওলানা শিহাব উদ্দিন ও রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ।
বক্তারা বলেন, একজন মুসলিম কখনো শুধু নিজেকে নিয়ে ভাবতে পরে না। নিজের সুখে সন্তুষ্ট থাকে না। যেমন সে নিজের দুখেই শুধু ব্যথিত হয় না। অন্যের কথা চিন্তা করতে হয় তাকে। অন্যের কল্যাণে কাজ করতে হয়। অন্যের দুখে দুখী ও অন্যের সুখে সুখী হওয়া তার কর্তব্য। এজন্য এ চারটি গুণের প্রথম দুটো গুণ নিজের কল্যাণের জন্য আর পরের গুণ দুটো হল অন্যের কল্যাণের জন্য। প্রথম গুণ দুটো দ্বারা একজন মুসলিম নিজেকে পরিপূর্ণ করে, আর অপর দুইগুণ দ্বারা অন্যকে পরিপূর্ণ করার প্রয়াস পায়। প্রথম গুণটি হল ঈমান। এটা একটা ব্যাপকভিত্তিক আদর্শের নাম। অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন চকরিয়ার সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত প্রমুখ। বিজ্ঞপ্তি