সীমা গ্রুপের পরিচালক সান্টু জামিনে মুক্ত

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের সীমা গ্রুপ ও সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানার পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।
এর আগে গত রবিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য দিন ধার্য রেখেছিলেন।
সীমা গ্রুপের ম্যানেজার ইফতিখার উদ্দিন বলেন, আমাদের আইনজীবী জামিন আবেদন করলে মাননীয় আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। এরপর ১৫ মার্চ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানাটির মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকুন্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।