সীমানা নির্ধারণ দাবিতে সদ্বীপ নাগরিক সমাজের মতবিনিময়

74

 

সদ্বীপ সীমানা নির্ধারণের দাবিতে (চট্টগ্রামের সাথে নোয়াখালীর আন্তঃজেলা সীমানা নির্ধারণ) সদ্বীপ নাগরিক সমাজের এক মতবিনিময় সভা গত ৯ মার্চ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সদ্বীপ নাগরিক সমাজ নেতৃবৃন্দ ১৯১৩-১৯১৬ সালে প্রস্তুতকৃত ১৯৫৪ সালে সংশোধিত সিএস ম্যাপ অনুযায়ী সদ্বীপের সীমানা নির্ধারণ এবং সদ্বীপ উপজেলার অন্তর্গত সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন জেগে উঠার পর ঠেঙ্গার চর নামে পরিচিতি পাওয়া বর্তমান ভাসান চরকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অধীন থানা ঘোষণার প্রতিবাদ জানানো হয়।
সভায় গত ৪ মার্চ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ স›দ্বীপ সফরকালে গত ৪৯ বছর ধরে সীমানা নির্ধারণ না হওয়ায় উপরোক্ত সমস্যার স্থায়ী সমাধানে দ্বি-পক্ষীয় বৈঠকের উদ্যোগের কথা সদ্বীপবাসীকে জনসভায় অবহিত করায় মাননীয় মন্ত্রী এবং সদ্বীপের সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, নদীর এপার গড়ে ওপার ভাঙে। এরই ধারাবাহিকতায় প্রায় সাড়ে তিন হাজার বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী ৬৩০ বর্গমাইলের সদ্বীপ ভাঙনের শিকার হয়ে এখন মাত্র ৮০ বর্গমাইলে পরিণত হয়েছে। সদ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
স›দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মো. মিজানুর রহমান বাবু’র সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন- স›দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ইব্রাহিম, মো. মোশাররফ হোসাইন, হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট লায়ন আলহাজ মো. সলিমুল্লাহ, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ম্যানেজার মো. আবুল কাসেম, পূবালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. আবদুল বায়েছ, ইস্লাহুল উম্মাহ্ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল মাওলা, মুক্তিযোদ্ধা মো. নুরুচ্ছাফা দুলাল, নাভানার সাবেক ম্যানেজার মো. নুরুল আলম, বিএনপি নেতা মো. রেজাউল করিম মহসিন, বাংলাদেশ কমার্স ব্যাংকের অফিসার মো. আইয়ুব সাদেক, সদ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মো. মাকছুদের রহমান, পশ্চিম খুলশী জালালাবাদ হাউজিং কো-অপারেটিভ সোসাইটির পরিচালক মো. হেলাল আহমদ, প্রাণী সম্পদ কর্মচারি সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, ঊষার আলো বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আকবর হোসাইন, ‘সাপ্তাহিক আলোকিত সদ্বীপ’ পত্রিকার স্টাফ প্রতিনিধি নুর মোস্তফা আলী হোসাইন, পূর্ব বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম রহিম, মো. আবদুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি