সীতাকুন্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

6

 

সীতাকুন্ড উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন সীতাকুন্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গত ১২ জুন উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা শাজাদাত হোসেন বলেন, গত ১০ জুন সীতাকুন্ড উপজেলার ইউএনও হিসেবে আমি যোগদান করে আপনাদের সাথে প্রথম মতবিনিময় সভায় মিলিত হয়েছি। যোগদানের পূর্বে আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলাম। তারপূর্বে আমি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সরকারের সচিব) এর একান্ত সচিব (পিএস), জাতির পিতার জন্মধন্য গোপালগঞ্জ জেলার এসি (ল্যান্ড),প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের ই-ফাইলিং কার্যক্রমের মাস্টার ট্রেইনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এবং জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি। তিনি আরো বলেন, সীতাকুন্ডের সার্বিক উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে অংশ নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ অগ্রযাত্রায় আপনাদের প্রত্যেককে আমি পাশে পেতে চাই। বলা হয়ে থাকে, সংবাদ মাধ্যম বা মিডিয়া একটি জাতির দর্পণস্বরূপ”। আমাদের সকলের একত্রিত প্রচেষ্টাই পারে সীতাকুন্ডকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠি করতে। এই প্রচেষ্টায় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিবো এই হোক আমাদের অঙ্গীকার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম. সেকান্দর হোসাইনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।