সীতাকুন্ড পৌর কাউন্সিলরকে দায়িত্ব থেকে অব্যাহতি

24

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম জসিমকে অসদাচরণের অপরাধে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এই আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসভার ২নং ওয়ার্ডের যাবতীয় কার্যক্রম সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগমকে উক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এ বিষয়ে সীতাকুন্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জানান, ‘আমি পরপর দুইবার সীতাকুন্ড পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালনকালে শতভাগ চেষ্টা করেছি সততার সাথে পালন করতে। প্রতিবছর পৌরসভার অধীনে হাটবাজার ইজারা হয় কোটি টাকার। বরাবরের ন্যায় নিয়ম আছে পৌরসভার অধীনে হাটবাজার, রাস্তা-ঘাট ইত্যাদি লাভজনক কর্মকান্ডে পৌরসভার সাথে সংশিষ্ট কোন ব্যক্তি যেমন মেয়র, কাউন্সিলর অথবা অন্য কোন কর্মকর্তা অথবা কর্মচারী আইনত দিক থেকে অংশ নিতে পারবেন না। কিন্তু এ রকম একটি অনৈতিক প্রস্তাব নিয়ে গত সোমবার কাউন্সিলর জসিম আমার কাছে আসেন। আমি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলে কাউন্সিলর জসিম উপস্থিত পৌরসভার ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম দুর্ব্যবহার করেন। সর্বশেষ তাকে শান্ত করতে পৌরসভার এক ঠিকাদার এগিয়ে এলে তাকেও হাত গুটিয়ে দেয়। এর আগেও একাধিকবার বিভিন্ন কাজকর্মে জসিম অসদাচরণ করেন। মূলত সে যেটা বুঝে সেটা। তাকে কেউ বুঝানোর সাধ্য নাই। ঘটনার পর আমি বিষয়টি সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের সাথে আলাপ সাপেক্ষে গত মঙ্গলবার একটি জরুরি সভা আহবান করি। সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিলর জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কাউন্সিলর বদিউল আলম জসিম বলেন, ‘মেয়রের সাথে আমার ছোট-খাট একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এটা তেমন কিছুই না। একসাথে চলতে গেলে এরকম হয়ে থাকে। তবে অব্যাহতির বিষয়ে আমি কিছু জানি না।’