সীতাকুন্ড উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা সম্পন্ন

26

সীতাকুন্ড প্রতিনিধি

১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা হলরুমে প্রস্ততিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে সরকারি চাকুরিজীবীদের তিন দিন ছুটি। অনন্ত এবারের জন্য এটা হবে না। উপজেলার প্রতিটি দপ্তর প্রধানসহ অফিস সহায়ক সকলে উপস্থিত থাকতে হবে। কেউ ছুটিতে যেতে পারবে না। ১৪ ডিসেম্বর শহীদ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পর আলোচনা সভায় ও সন্ধ্যার পর মোমবাতি প্রজ¦লন। আর ১৬ ডিসেম্বর ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ, দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারদের সম্মানে আলোচনা সভা এবং প্রীতিভোজের ব্যবস্থা, চিত্রাংকর প্রতিযোগিতা ও সন্ধ্যায় বিজয়ের সাংস্কতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিব উল্ল্যা, প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি মানিক লাল বড়–য়া, ওসি তদন্ত সুমন বনিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্ট্যচার্য। উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মুমিনুল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা শিক্ষা নুরুচ্ছফা, সমাজ সেবা লুৎফুন নেছা বেগম, মহিলা বিষয়ক নাজমুন নাহার, যুব উন্নয়ন মো. শাহ আলম, আনসার ভিডিপি মো. মুজিবুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য মো. রাশেদুজ্জামান, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসেন, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, আলম-সফি সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর ভূইয়া, রেঞ্জ কর্মকর্তা বারৈয়াঢালা সৌমেন বড়ুয়া, কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন চন্দ্র দে, মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ প্রমুখ।