সীতাকুন্ড উপজেলা আ.লীগের বর্ধিত সভা

171

সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ দিদারুল আলম। সর্বসম্মতিক্রমে স্বিদান্তে গৃহীত হয় আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এসএম আল মামুনকে পুনরায় দলীয় একক প্রার্থী ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ ও যুগ্ন সম্পাদক ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহানগর এড. ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,উত্তর জেলা আইন বিষয়ক সম্পাদক এড. ভবতোষ, উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরি, সদস্য আলহাজ মো. ইদ্রিস, সীতাকুন্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলার চেয়ারম্যান যথাক্রমে মুরাদপুর জাহেদ হোসেন নিজামী, কুমিরা মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি মুনির আহাম্মদ, ভাটিয়ারী নাজিম উদ্দিন ও সলিমপুর সালাউদ্দিন আজিজ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক জানান, এমপি দিদারুল আলমসহ পৌর মেয়র, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে আসন্ন নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনকে পুনরায় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মো. আেলাউদ্দিন সাবেরিকে পুনরায় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এদিকে একই সময়ে সীতাকুন্ড পৌরসদর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া সভাপতিত্বে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় আবদুল্লাহ আল বাকের ভূঁইয়াকে আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেন উপস্থিত নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ মিয়ার পরিচালনায় অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন বাবলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সুরাইয়া বাকের, মেজবা উদ্দিন চৌধুরী, আবদুল বারেক, নাজিম উদ্দিন কনক, মো. আলমগীর ও নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রতন মিত্র জানান, আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, এবারও উনাকে সর্বসম্মতিক্রমে আমরা উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করেছি।