সীতাকুন্ডে ১৫ হাজার মিটার অবৈধ জাল ও ১শ কেজি মাছ জব্দ

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের সলিমপুরে সাগর উপক‚ল এলাকায় অভিযান চালিয়েছে সীতাকুন্ড উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ। গতকাল শনিবার যৌথ এ অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ জাল এবং নিষিদ্ধ সময়ে সাগর থেকে ধরা ইলিশ, লইটা ও চেউয়াসহ ১০০ কেজি মাছ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের উদ্যোগে সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৫ হাজার মিটার রিং-জাল ও বিভিন্ন প্রজাতির একশ কেজি মাছ জব্দ করা হয়। এরপর জালগুলো স্থানীয়দের সামনে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো নিলামে ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক দাম এক লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন কুমিরা নৌ-পুলিশ এএসআই মো. হালিম, তথ্য সংগ্রহকারী রাসেল, মাজহারুল, সাদেকুল, নুরু উদ্দীন ও রুবেল প্রমুখ।
উল্লেখ্য, মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণে ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সারাদেশের ন্যায় সীতাকুন্ড উপজেলায় নদী ও সমুদ্রে সকল প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।