সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহর দাফন সম্পন্ন

68

সীতাকুন্ড প্রতিনিধি
…………………

সীতাকুন্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলিম উল্লাহ (৭১) মৃত্যুবরণ করেছেন। গত সোমবার চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আলিম উল্লাহ উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার মৃত ছায়েদুর রহমানের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যান। গত মঙ্গলবার দুপুরে বসরতনগর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুম আলিম উল্ল্যাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সীতাকুÐ প্রেসক্লাব নেতৃবৃন্দ, সীতাকুÐ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত থেকে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদসদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা প্রশাসন,সীতাকুন্ড প্রেস ক্লাব ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুন্ড পৌর মেয়র আলহাজ বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, সীতাকুন্ড প্রেসক্লাবে সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানসহ সীতাকুন্ডের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।