সীতাকুন্ডে ভুয়া সাংবাদিক আটক

54

সীতাকুন্ডে ভুয়া চ্যানেলের স্টিকার লাগানো একটি নোহা মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ সময় সাংবাদিক পরিচয়দানকারী চালককে আটক করা হয়। সীতাকুন্ড পৌরসভা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আল-আমিন জানান, গতকাল শনিবার বেলা ১২টায় পৌরসদর দক্ষিণ বাইপাস এলাকায় একটি নোহা মাইক্রোকে (চট্টমেট্টো-চ-৫১-১৭২৩) থামানোর জন্য সংকেত দেন। এসময় চালকের আসনে থাকা মো. আশরাফ উদ্দিন(৩২) গাড়ি থেকে নেমেই বিভিন্ন চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। পরে তিনি সীতাকুন্ড থানাকে বিষয়টি অবহিত করলে এসআই জাহিদুল ইসলাম জসিম ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়িটি জব্দ করে। এসময় গাড়িতে থাকা যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া হয়। এসআই জসিম জানান, আটককৃত চালক নিজেকে চ্যানেল-৬, রুপসা ও চ্যানেল কর্ণফুলীর পরিচয় দিলেও কোন পরিচয় পত্র দেখাতে পারেননি। এদিকে সীতাকুন্ডে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা অভিযোগ করেন, উপজেলাজুড়ে অনলাইনের নামে ভূয়া সাংবাদিকদের উৎপাতে সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে সীতাকুন্ডের কর্মরত সাংবাদিকরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে বলে জানান।