সীতাকুন্ডে দুর্ঘটনার পর দীর্ঘ যানজট

13

সীতাকুন্ড প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশের কদম রসুল এলাকায় লরি ও পিকআপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এরপর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, উপজেলার ভাটিয়ারি কদম রসুল এলাকায় ঢাকামুখি একটি লরির সাথে উল্টো পথে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় লরিটি উল্টে যায়। এতে লরি ও পিকআপ চালক এবং লরির হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাদের
উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে লরি ও পিকআপের সংঘর্ষের পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভর পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ঢাকা ও চট্টগ্রামমুখি শত শত যাত্রী। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসনে চেষ্টা করেন।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মহাসড়কে হালকা যানজট সৃষ্টি হলেও আমরা তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করার পর ফের গাড়ি চলাচল স্বাভাবিক হয়। গাড়ি দু’টি আমাদের হেফাজতে আছে।