সীতাকুন্ডে দুই কিলোমিটার বেড়িবাঁধে ৫ হাজার বৃক্ষরোপণ

44

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সীতাকুন্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোয়া দুই কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ এলাকায় ৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। গত মঙ্গলবার আকিলপুর, জমাদারপাড়া-বোয়ালিয়াকূলে পুনঃসংস্কারকৃত বেড়িবাঁধে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।
তিনি বলেন, ঘূণিঝড় পূর্বক এ এলাকার উপকূলীয়বাসি আতংকে থাকতো। আমি এমপি নির্বাচিত হওয়ার পর এই বেডিবাঁধটি নিমার্ণ করতে সফল হয়েছি। এখন এই এলাকাবাসি সুফল ভোগ করছে। এখন রোপণকৃত বৃক্ষ এ বেডিবাঁধ রক্ষায় ভুমিকা রাখবে। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এম.ডি.ই আনিছ হায়দার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, ইউনিয়ন পরিষদ সচিব দিদারুল আলম, ইউপি সদস্য মো. রাশেদ, আলমগীর, মো. হাসান, মো. শফিউল আলম, মহিলা সদস্য নুর নাহার বেগম, আরশাদ মাহমুদ, কামরুজ্জামান, জিকু, পেয়ার আহমদ, নুর নবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, সেলিম মজিদ, নুর উদ্দিন জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুর আদিল, আশরাফ, ফারুক, তুহিন, রানা, হাসান, নাজমুল, মুন্নাসহ প্রমুখ।