সীতাকুন্ডে তথ্য আপা মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক

7

সীতাকুন্ড প্রতিনিধি

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এ শ্লোগানকে সামনে রেখে তথ্য আপা সীতাকুন্ড কতৃক মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা কতৃক বাস্তবায়িত তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্যক ৩৭তম উঠান বৈঠক উপজেলার তথ্য আপা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। উপজেলা তথ্য আপা উপজেলা সহকারি নাসরিন আজাদীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজি, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, ৭নং ইউপি মেম্বার মো. ইসমাইল হোসেন, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারি নাহিদ সুলতানা, অফিস সহায়ক জান্নাতুল ফেরদৌস, আনসার কমান্ডার কাঞ্চনা আক্তার প্রমুখ। উঠান বৈঠক শেষে ৫০ জন সেবা প্রার্থীকে তথ্য আপা সীতাকুন্ড এর পক্ষে সম্মানী ভাতা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।-