সীতাকুন্ডে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

9

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অপরাধে মেসার্স জনতা এন্টারপ্রাইজ নামক একটি মাছের আড়ৎদার কামাল উদ্দিনকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, ‘সীতাকুন্ড পৌরসদর উত্তর বাজারের জনতা এন্টারপ্রাইজ নামক একটি মাছের আড়তে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রি করার জন্য মজুদ করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানকালে ১৩০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করাসহ জেলি মিশ্রিত মাছ বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অপরাধে আড়ৎ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। জেলি মিশ্রিত চিংড়ি মাছ মানব দেহে স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। জব্দকৃত চিংড়ি মাছে প্রতি কেজি চিংড়িতে ৩০০ গ্রাম করে জেলি মিশ্রিত করে বিক্রি করার জন্য মজুদ করছিল। শুক্রবার বিয়ে উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে এসব চিংড়ি মাছ মজুদ করছিল আড়ৎদার। গ্রাহকরা ১০০ টাকা কমের আশায় বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে এসব জেলি মিশ্রিত চিংড়ি মাছ ক্রয় করে থাকেন। আড়ৎদাররাও অধিক লাভের আশায় মানুষের শরীলে ক্ষতিকারক এসব জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রি করে আসছে। যা সাধারণ গ্রাহকদের সাথে একটি বড় ধরনের প্রতারণা’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুন্ড থানার এসআই সঞ্জয় শর্মা, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল ঝর্ণা।