সীতাকুন্ডে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন

39

সীতাকুন্ডে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উদ্বোধন পরবর্তী দিনব্যাপী মেলার শুরু করেন। উক্ত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছফা, সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, মো. আলা উদ্দিন, লিটন চন্দ্র সূত্র ধর, প্রাথমিক শিক্ষক কল্যাণ সীতাকুন্ড শাখার সভাপতি মো. জাহাঙ্গীঁর ভূঁইয়া, দীপক দে, মো. ইকবাল হোসেন ও উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীনা আক্তার। এ সময় পৌরসদর, ভাটিয়ারী, বাঁশবাড়িয়া ও বাঁশখালী ক্লাস্টারে বিভক্ত স্টল পরিদর্শন করেন অতিথিরা।

হাটহাজারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন
হাটহাজারীতে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলমের সার্বিক ব্যবস্থাপনায় হাটহাজারীর ১৫টি ইউনিয়নের সকল প্রাইমারি স্কুলে শিক্ষক-শিক্ষিকামন্ডলী বিভিন্ন স্টল বিভিন্ন রূপে সাজসজ্জায় উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বিভিন্ন স্টলের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার অশোক কুমার নাথ, নুরুল আবছার, সুজন তালুকদার, বিজয় দত্ত, মিরন মুহুরী প্রমুখ। বিজ্ঞপ্তি


আজ রাউজান ছালামত উল্লাহ্ স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী

রাউজান ছালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন ইউসুফ বাচ্চু। প্রধান অতিথি থাকবেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন মুসলিম উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, চিটাগাং চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম তালুকদার, জে.কে গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা।