সীতাকুন্ডে কৃষকদের সংবর্ধনা অনুষ্ঠান

14

সীতাকুন্ড পৌরসভার পন্থিছিলা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে সফল কৃষকদের সংবর্ধনা ও আলোচনা সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকালে সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক, ২নং ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য মেয়র প্রাথী মাইমুন উদ্দিন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষির উপর দেশের চালিকা শক্তি নিয়ন্ত্রণ হয়। সরকার ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ করোনাকালীন সময়ে কৃষকদের বেশি বেশি আবাদ করার নির্দেশনা দিয়েছেন এবং কৃষক ভাইদের জন্য স্পেশাল প্যাকেজ ৫ হাজার কোটি টাকার প্রনোধনা ঘোষনা করেছেন। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। আসুন আমরা কৃষকদের উৎপাদিত পন্য উপযুক্ত মূল্য বিক্রির ব্যবস্থা করি। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।
সীতাকুন্ড পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দিলদার হাসান ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, শ্রম বিষয়ক সম্পাদক এ.জে.এম মহসিন জাহাঙ্গীর, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মেজবাউল আলম লাভলু, সদস্য মহিউদ্দিন আহমেদ মনজু,সদস্য সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ও উপজেলা কৃষকলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ, অমর কুমার শীল, সেলিম কোরাইশী, গোলাম সরওয়ার মুরাদ, আকবর হোসেন, আপেল, সৌরভ চৌধুরী, সাবেক উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ নূর নবী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দদের কাছ থেকে সফল কৃষকরা ক্রেস্ট গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মানিক বড়–য়া, নুরুল মোস্তফা, নুর মোহাম্মদ, মোহাম্মদ আলী, হিমাংশু দাশ, নুর সোলেইমান প্রমুখ।