সীতাকুন্ডে কারখানায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

8

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে একটি রড তৈরি কারখানায় কাজ করার সময় মাহমুদুল ইসলাম (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার রয়েল গেইট নামক কবির স্টীল রি-রোলিং (কে.এস.আর.এম) মিলস্ নামক কারখানায় এই শ্রমিক নিহতের ঘটনা ঘটে।
নিহত শ্রমিক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার খইতখালী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে বলে নিশ্চিত করেছেন সীতাকুন্ড মডেল থানার এস.আই পাপেল রায়।
জানা যায়, উপজেলার সোনাইছড়ি-কুমিরা ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে অবস্থিত রড তৈরি কারখানা কবির স্টীল রি-রোলিং মিলস্ নতুন কারখানার আর.সি.সি ডালাইয়ের কাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত রড তুলতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় শ্রমিক মাহমুদুল ইসলাম। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার দ্রুত গতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার সময় আহত শ্রমিকের মৃত্যু হয়।এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। রড তুলতে গিয়ে মাটি চাপায় আহত হয় এক শ্রমিক। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যুবরণ করে। এ বিষয়ে সীতাকুন্ড থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।