সীতাকুন্ডে এক হাজার পরিবারকে কম্বল দিল ব্যাংক এশিয়া

9

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে এক হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল দিয়েছে ব্যাংক এশিয়া। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংক এশিয়ার উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী। তিনি বলেন, ব্যাংক এশিয়া সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক অনেক জনহিতকর কাজ করে থাকে। যার মধ্যে তাদের হাসপাতালটি অন্যতম। এছাড়া সরকারের আহবানে সব সময় এগিয়ে এসে জনকল্যাণমূলক কাজ করে। এবারও উত্তর বঙ্গের শীতার্ত মানুষসহ সারাদেশের মানুষের জন্য এক লক্ষ কম্বল বিতরণ করা হচ্ছে। যার অংশ হিসেবে সীতাকুন্ডর ৯টি ইউনিয়ন ও পৌরসভার জন্য মোট এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংক এশিয়ার পরিচালক আশরাফুল হক চৌধুরী বলেন, ব্যাংক এশিয়া শুধু ব্যাংকিং কার্যক্রমই করছে না। সরকারের সহযোগি হিসেবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। যখন যেখানে প্রয়োজন আমরা সেখানে গিয়ে সরকারের পাশে দাঁড়াই। এরই অংশ আজকের কম্বল বিতরণ। ব্যাংক এশিয়ার হেড অব পাবলিক রিলেশন কর্মকর্তা এম.এ ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রোমানা রউফ চৌধুরী, সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, মোর্শেদ নোমান, সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ব্যাংক এশিয়ার জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।