সীতাকুন্ডে ইস্পাত কারখানায় বিস্ফোরণ শ্রমিকের মৃত্যু

9

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে একটি রড তৈরি কারখানায় রনজিত জলদাশ (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কুমিরা-বাঁশবাড়ীয়া সুলতানা মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক উপজেলার কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাটঘর জেলে পাড়া এলাকার শ্রীধাম জলদাশের পুত্র।
জানা যায়, উপজেলার কুমিরা-বাঁশবাড়ীয় সুলতানা মন্দির এলাকায় মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত জিপিএইচ রড তৈরির কারখানায় বিদেশ থেকে আমদানি করা লোহার স্ক্র্যাপ কাটিং করছিল অন্য শ্রমিকদের মত শ্রমিক রনজিত জলদাশ। দুপুরের দিকে স্ক্র্যাপ ডিপোর ভিতরে একটি কালো তেলের ড্রাম কাটিং করতে গিয়ে হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শ্রমিক রনজিতের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জিপিএইচ কারখানার সিনিয়র ডিজিএম মাসুদুর রহমান বলেন, দুপুরের দিকে বিদেশ খেকে আমদানিকৃত একটি ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে রনজিত নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় সীতাকুন্ড থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।