সীতাকুন্ডের প্রথম জয়ে জমে উঠেছে প্রথম বিভাগ ক্রিকেট

36

টানা চার খেলায় পরাজয়ের পর প্রথম জয় তুলে সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগ জমিয়ে তুলেছে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল পঞ্চম রাউন্ডের খেলায় ইয়ং স্টার বøুজকে ছয় উইকেটে হারায় তারা। এর আগে সীতাকুন্ড নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ রেলওয়ে এসএ-র কাছে দুই উইকেটে। দ্বিতীয় খেলায় শতদল জুনিয়রের কাছে সাত উইকেটে, তৃতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে তিন উইকেটে এবং চতুর্থ খেলায় লিটল ব্রাদার্সের কাছে চার উইকেটে পরাজিত হওয়ায় ক্রীড়া সংশ্লিষ্ঠ অনেকের মনে ধারণা জম্মেছিল অবনমনে পড়তে যাচ্ছে সীতাকুন্ডের দলটি। কিন্তু গতকালের খেলায় তাদের জয় সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। অন্যদিকে ইয়ং স্টার ব্লুজের এটি সমান সংখ্যক খেলায় চতুর্থ হার। এর আগে তাদের অন্য তিনটি পরাজয়ের প্রথমটি লিটল ব্রাদার্সের কাছে তিন উইকেটে, দ্বিতীয়টি শতাব্দী গোষ্ঠীর কাছে ১৪ রানে এবং চতুর্থটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৩৬ রানে। ইয়ং স্টার ব্লুজের একমাত্র জয়টি আসে তৃতীয় রাউন্ডে শতদল জুনিয়রের বিপক্ষে ১২৩ রানে। ফলে পাঁচ খেলা শেষে দুই দলেরই এক জয় ও চার পরাজয়ে পয়েন্ট সংখ্যা ২। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে গতকাল টস জিতে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিপক্ষ ইয়ং স্টার ব্লুজকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে ইয়ং স্টার দলের বাদশা খালেদের ৫৭, শাহিন আলমের ২৯ এবং ফাহিম ফয়সালের ৩০ রানে ভর করে আট উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ১৯৮ রান তোলে। সীতাকুন্ডের পক্ষে সাজ্জাদ ও বাবু দুটি করে উইকেট তুলে নেন।
১৯৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে সীতাকুন্ড ৪৪ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও চতুর্থ উইকেট জুটিতে সাজ্জাদ ও তারিকের অনবদ্য ১৪৩ রানের জুটি দলকে জয়ের পথ দেখায়। দল জয় পায় ৪৪.৪ ওভারে চার উইকেট হারিয়ে। সাজ্জাদ খেলেন সাত চার ও ছয় ছক্কায় সাজানো ১০০ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে তারিক ৯৫ বলে দুই চারের সাহায্যে অপরাজিত থাকেন ৫৩ রানে। এছাড়া তাইফ ২০ (অপরাজিত) রান করেন। ইয়ং স্টারের পক্ষে নেওয়াজ আমিরি দুটি উইকেট তুলে নেন। আজকের খেলা- রিজেন্সী এসসি বনাম স্টার ক্লাব।