সীতাকুণ্ডে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মতবিনিময়

314

সীতাকুণ্ডের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মতবিনিময় সভা গত ২ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. আলাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী। উপস্থিত ছিলেন পৌর হোমিও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মো. রফিকুল ইসলাম, ডা. কান্তি ভূষণ নাথ, ডা. আশ্রাফ উদ্দিন, ডা. অমর কান্তি শীল, বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. শওকত ইমরান, সাংগঠনিক সম্পাদক ডা. মনিরুল ইসলাম, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক ডা. আন্না রানি বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. শাহ আলম, ডা. আলাউদ্দিন ভূঁইয়া, ডা. কামাল উদ্দিন, ডা. শম্ভু কুমার নাথ, ডা. উজ্জ্বল কান্তি দে, ডা. রফিকুল ইসলাম, ডা. আব্দুর রহমান, ডা. সুমন দাশ গুপ্ত, ডা. সাইফুল ইসলাম, ডা. ইদ্রিস হোসাইন, ডা. স্বপ্না রানি দাশ, দিদারুল আলম মিয়াজি।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর হাত দিয়েই ১৯৭২ সালে এদেশে হোমিওপ্যাথি বোর্ড পুনঃগঠিত হয়। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন ও সংস্কার সাধিত হচ্ছে এবং প্রান্তিক গণমানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চয়তার লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি