সীতাকুণ্ডে প্রতিনিধিসড়ক দুর্ঘটনা ২ কন্যাসহ ব্যাংক কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

30

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জামান মিন্টু (৫০) ও তার দুই কন্যা নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। ঘাতক লরিটির চালক জোলহাস (২৮) ও প্রাইভেটকার চালকের (অজ্ঞাত) বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
লরি চালক জোলহাস ফেনী জেলার দাগন ভূূঁইয়া থানার নন্দীপুর মীজি বাড়ি এলাকার বেলাল হোসেনের পুত্র। সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়েরের পর লরি চালক জোলহাসকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি প্রাইভেটকার চালক পলাতক থাকায় তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মো. কাউছার বলেন, আমি বাদি হয়ে রবিবার সীতাকুণ্ড মডেল থানায় লরি চালক ও প্রাইভেটকার চালককে আসামি করে পুরাতন সড়ক আইনে মামলা দায়ের করেছি। মামলার ধারা নং-২৭৯,৩৩৮(ক),৩০৪(খ) ও ৪২৭ দণ্ডবিধি।
জানা যায়, বন্ধের ছুটিতে বান্দরবান পর্যটক এলাকায় স্ত্রী, কন্যা ও পুত্রসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু বেড়াতে যান। গত শনিবার ভোরে বান্দরবান থেকে নিজে গাড়ি চালিয়ে ঢাকার উদ্দ্যোশে রওনা হোন তিনি। সকাল আটটার সময় উপজেলার সলিমপুর ফৌজদারহাট মহাসড়কের পোর্টলিংক রোড অতিক্রমকালে চট্টগ্রাম মুখি একটি লরি চট্টগ্রাম বন্দর পোর্ট কানেটিং রোডে তড়িঘড়ি করে ঢুকতে গিয়ে ঢাকামুখি দ্রæত গতির ওই প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় একইমুখি অপর একটি প্রাইভেটকারও ব্যাংক কর্মকর্তার গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তার দুই কন্যা শিশু প্রাণ হারায়। ব্যাংক কর্মকর্তাসহ আহত স্ত্রী, পুত্রকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ব্যাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জামান মিন্টুও প্রাণ হারান। পরে আহত স্ত্রী কনিকা বেগম ও পুত্র মন্টুকে উন্নত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্ল্যা বলেন, বার আউলিয়া হাইওয়ে পুলিশের এস.আই কাউছার বাদি হয়ে সীতাকুণ্ড থানায় লরি চালক ও প্রাইভেটকার চালকের বিরুদ্ধে সড়ক আইনে মামলা দায়ের করেছেন। লরি চালককে মামলা পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাইভেটকার চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।