‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২৭%

11

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৪৬ শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৭ দশমিক ২১ শতাংশ। গতকাল শুক্রবার ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় ইউনিটটির ভর্তি পরীক্ষা।
জানা গেছে, ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এসএম সালামত উল্ল্যাহ ভূঁইয়া বলেন, পরীক্ষায় ৭৩ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।
এদিকে সদ্য সমাপ্ত হওয়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৫২৫ ভর্তিচ্ছুর মধ্যে ফেল করেছেন ২০ হাজার ৯৮৮ জন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৯ শতাংশ। এছাড়া পাস করেছেন আট হাজার ৫৩৭ শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ২৮ দশমিক ৯১ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রেজাল্ট প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া চলছে।