সি আরবি রক্ষা আন্দোলন ও একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট

41

আবু তালেব বেলাল

“এই হেরিটেজ রক্তে কেনা নেত্রী মোদের শেখ হাসিনা” আ.ফ.ম. মোদাচ্ছের আলী সম্পাদিত সি আরবি রক্ষা আন্দোলন নিয়ে একটি সংকলন। তবে এটিকে আন্দোলনের একটি পূর্ণাঙ্গ ডকুমেন্ট বললে অত্যুক্তি হবে না। এ সংকলনটির শুরু “আই মাইত্তাম ন আই হুইনতাম ন সি আরবির সোনার দেহত হাত লাগাইতো দিতাম ন” এই থিম সং মুদ্রণের মাধ্যমে। এই সংকলনে সি আরবির হেরিটেজ, ইতিহাস, আইনগত বিষয় নিয়ে সমৃদ্ধ প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডঃ অনুপম সেন, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, অভিনেতা আবুল হায়াত, লেখক জামাল উদ্দিন,আ.ফ.ম. মোদাচ্ছের আলী, রেবা বড়ুয়া। জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি এবং ছড়াকারদের ছন্দমিলে সিআরবি আন্দোলনে যে ঐকতান সৃষ্টি করেছেন-তার কিছু রূপও ফুটে তোলা হয়েছে এ সংকলনে। সম্পাদক এই সংকলনটিতে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সি আরবি আন্দোলনের পক্ষে অসংখ্য মানুষের স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে” ফেসবুকে সি আরবি রক্ষা আন্দোলন “নামে একটি অধ্যায় রেখেছেন যা ইতিহাসের দলিল হয়ে থাকবে। শুধু তাই নয় সম্পাদক এটিকে স্থায়ী ডকুমেন্ট করতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সি আরবি রক্ষার পক্ষে সমাজের সুশীল মানুষের বিবৃতি, মন্তব্য,বিভিন্ন অনুসঠানের সংবাদ সুনিপুণভাবে “সংবাদপত্রে সি আর বি আন্দোলন” এই নামে সংবাদপত্রের কাটিং ছেপেছেন যা একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে যুগ যুগ ধরে থাকবে। সম্পাদক একজন ছড়াকার, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক। একটি অধ্যায়ে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত পাঁচজন শিশু সাহিত্যিক এর ছড়া একটি অধ্যায়ে মুদ্রিত করেছেন যা একজন নিবেদিত প্রাণ শিশু সাহিত্যিক ও ছড়াকার হিসেবে সম্পাদক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।এই সংকলনের একটি উল্লেখযোগ্য অংশ হলো “জয় বাংলা” সেøাগান দিয়ে সি আরবি আন্দোলনে নাগরিক সমাজ সহ বিভিন্ন সংগঠন এর কর্মসূচির বর্ণিল ছবি। এই অংশের নাম “ছবিতে সি আরবি আন্দোলন”। এই ছবিগুলো এই সবুজ রক্ষা আন্দোলন এর উল্লেখযোগ্য দলিল।তাছাড়া দেশখ্যাত ছড়াকার ও কবিদের লেখা (সি আরবি রক্ষা আন্দোলন নিয়ে) অনেকগুলো ছড়া, কবিতা সংকলনটিতে স্থান পেয়েছে।এই সংকলনটির আরেকটি বিশেষত্ব হলো এর সম্পাদকীয়। মাত্র ছয় লাইনে হেরিটেজ রক্ষার প্রত্যয় ঘোষণা দিয়ে সম্পাদক পাঠককে সংকলনটি পড়ার দিকে মনোযোগী করেছেন যা প্রশংসনীয়। তাছাড়া সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ও বিধৃত করা হয়েছে এই সংকলনে। মোদ্দা কথা এই সংকলনটি সি আরবির হেরিটেজ রক্ষা আন্দোলন এর একটি প্রামাণ্য দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।সম্পাদক আ.ফ.ম.মোদাচ্ছের আলী ইতিহাসের অংশ হয়ে থাকলেন। শিল্পী দীপক দত্ত ইতিহাসের ডকুমেন্টটির মনকাড়া প্রচ্ছদ ও অলংকরণ করেছেন যা দেখে যে কেউ সংকলনটি হাতে তুলে নেবে। অদূরভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী যদি মানুষের দাবী সি আরবিতে হাসপাতাল করার অনুমোদন না দেন তাইলে “এই হেরিটেজ রক্তে কেনা নেত্রী মোদের শেখ হাসিনা” ইতিহাসের কালজয়ী স্বাক্ষী হিসেবে থাকবে। সম্পাদক, শিল্পী ও প্রকাশককে অভিনন্দন এমন একটি সমৃদ্ধ ও শিল্পিত প্রকাশনার জন্য।
এই সংকলনটি উৎসর্গ করা হয়েছে সি আরবির সবুজ চত্বরে ঘুমিয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুর রবকে। আমি সিরআবি আন্দোলনে এ সংকলনটি আরো ব্যাপক ভূমিকা রাখবে-এমনটি প্রত্যাশা করি।