সিসিএ ও ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমির সহজ জয়

28

মেরিডিয়ান ফুডস বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিকেট লিগে গতকাল চিটাগং ক্রিকেট অ্যাকাডেমি ৫ উইকেটে মিলেনিয়াম ক্রিকেট অ্যাকাডেমিকে ও অপর খেলায় ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি ১০ উইকেটে মিলেনিয়াম স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। দিনের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে মিলেনিয়াম ক্রিকেট অ্যাকাডেমি ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরিফ ৩১ রান করে করেন এবং অতিরিক্ত থেকে আসে ২৪ রান। চিটাগং ক্রিকেট অ্যাকাডেমির তালহা ১৩ রানে ৪টি উইকেট নেন। জবাবে চিটাগং ক্রিকেট অ্যাকাডেমি ১৫.২ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে তালহা অপরাজিত ৩২ রান করেন। চিটাগং ক্রিকেট অ্যাকাডেমির তালহা তার অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক সাইদ মুরাদ। দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করে মিলেনিয়াম স্পোর্টস ক্লাব ১৪.১ ওভারে ১০ উইকেটে মাত্র ২১ রান সংগ্রহ করে। এটাই এবারের লিগের এ পর্যন্ত দলীয় সর্বনিম্ন স্কোর। দলের কোন ব্যাটসম্যান দু’ অংকের ঘরে পৌঁছাতে পারেনি। ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমির তামিম ৯ রানে ৩টি এবং রাদিয়ান ৩ রানে ৩টি উইকেট নেন। জবাবে ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমি ২.৩ ওভারে সবকটি উইকেট হাতে রেখেই জয়লাভ করে। ম্যাচ সেরা হন রাদিয়ান এবং তার হাতে পুরস্কার তুলে দেন মো. জমির উদ্দিন, পরিচালক, সেবা সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজকের খেলা: ব্রাইট বনাম ইস্পাহানী (বি) সকাল ৯:৩০ টা এবং কর্ডিয়াল বনাম চিটাগং ইয়থ দুপুর ১২:৩০টা।