সিলগালা মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ

10

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ প্রা. লিমিটেড নামের ডাইয়িং, ওয়াশিং ও প্রিন্টিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়। গতকাল কার্যালয়টির পরিচালক হিল্লোল বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের ২৯ মার্চ প্রতিষ্ঠানটিতে সরেজমিনে পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট টিম। এ সময় কারখানাটি কোনো ধরনের পরিশোধন ব্যতিরেকে পাশের নালায় তরল বর্জ্য ফেলছে। এ ছাড়া কারখানাটির কোনো পরিবেশগত ছাড়পত্রও নেই। এ বিষয়ে গত বছরের ৬ জুন কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। এতে ৫০ হাজার জরিমানা আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশ প্রদান করা হয়। জরিমানা পরিশোধ করে ইটিপি স্থাপনের জন্য দুই মাস সময় চায় কারখানাটির মালিকপক্ষ। সময় নিলেও কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি পরিবেশের তিনবার নোটিশের জবাবও দেয়নি। গত ১৮ এপ্রিল সরেজমিনে পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের টিম প্রমাণ পায় আগের মতই পরিবেশের ক্ষতিসাধন করে তরল বর্জ্য নালায় নির্গত করছে মক্কা ওয়াশিং কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটি সিলগালা করে পরিবেশ অধিদপ্তর।