‘সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে’

2

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে তার দেশের সমঝোতা হয়েছে। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। সম্প্রতি পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। দেশটির অবকাশ শহর সোচিতে গত ২২ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। নাফতালি বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পুতিনের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা। রবিবার ওই বৈঠক নিয়ে কথা বলেন দুই নেতা। পুতিন জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। নাফতালি বেনেত জানিয়েছেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে তার ভালো রকমের বোঝাপড়া হয়েছে। রুশ প্রেসিডেন্টকে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে ইতিবাচক মনে হয়েছে। তিনি বলেন, এক অর্থে রাশিয়ানরা আমাদের প্রতিবেশী। কোনও দুর্ঘটনা ছাড়াই সিরিয়ার নাজুক পরিস্থিতি মসৃণভাবে সামাল দেওয়াটা গুরুত্বপূর্ণ। নাফতালি বেনেত জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও পুতিনের সঙ্গে তার কথা হয়েছে।