সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা এরদোয়ানের

15

‘সেফ জোন’ তৈরি না হওয়া পর্যন্ত সিরিয়ায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদায়ান। তিনি বলেন, এখনই সন্ত্রাসীদের অস্ত্র ফেলে আত্মসমপর্ণের আহŸান জানাচ্ছি আমরা। আমরা কোনও নিষেধাজ্ঞা ভয় পাই না। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন মার্কিন সেনাদের গত সপ্তাহে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ার সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটিয়ে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্ক। এই হামলায় তুরস্কের সঙ্গে রয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। তুরস্ককে সিরিয়ার সঙ্গে কোনভাবেই সংঘাতে জড়াতে দেবেন না বলে ঘোষণা দেয় রাশিয়া।
অন্যদিকে অস্ত্রবিরতি আাহŸান জানায় যুক্তরাষ্ট্রও। তবে সবকিছু উপেক্ষা করে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। বুধবার আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান বলেন, আমরা যেই সেফ জোন চিহ্নিত করেছি সেখান থেকে অবিলম্বে চলে যেতে হবে সন্ত্রাসীদের। মানবিজ থেকে ইরাক সীমান্ত থেকে ৩২ কিলোমিটার অঞ্চলজুড়ে তিনি একটি সেফ জোন তৈরি করতে চান। সেখানেই তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখ সিরীয়র আবাসন গড়ে তোলা হবে বলে জানান তিনি।