সিরিজ পরিসংখ্যানে বাংলাদেশ-শ্রীলঙ্কা

23

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার (২৬ জুলাই)। বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের সবক’টি ম্যাচই আয়োজিত হবে কলম্বোতে। ইংল্যান্ড বিশ্বকাপে দু’দলের মধ্যকার একমাত্র ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। বিশ্বকাপের পর দু’দলই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে এই সিরিজ দিয়ে। বাংলাদেশ আইসিসির ওডিআই র‌্যাংকিংয়ের সাত নম্বরে, আর লঙ্কানরা চলে যায় আটে। এখন পর্যন্ত দু’দল মোট ৪৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে টাইগারদের সাত জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৩৬টি ম্যাচে। তবে ২০১৭ সালের পর দুই দলের খেলা ছয়টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে লঙ্কানদের সমান তিনটি ম্যাচ।
লঙ্কানদের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত মোট ১৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুইটি ম্যাচ আর শ্রীলঙ্কার জয় ১৫টিতে। আর বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ এবং ২০১৭ সালে দুইটি ম্যাচ জয় করে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সাবেক লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের বিপক্ষে ৪৮.২৪ ব্যাটিং গড়ে সাঙ্গাকারা করেছেন ১২০৬ রান। আর টাইগারদের হয়ে লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক বর্তমান অধিনায়ক তামিম ইকবালের। এই ওপেনার ৩৩.৯৪ ব্যাটিং গড়ে করেছেন ৬৪৫ রান। দুই দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ শিকারি বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মোর্ত্তজা আর লঙ্কানদের পক্ষে মুত্তিয়া মুরালিধরন। মাশরাফি ২২ ম্যাচ খেলে নিয়েছেন ২৬টি উইকেট, অন্যদিকে ১৬ ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন মুরালি।