সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা

15

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভিন্ন ভিন্ন তিন ধরনের উইকেটে খেলা হয়েছিল। মিরপুরে প্রথম ওয়ানডেতে স্লো উইকেটে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে স্পোর্টিং উইকেট বানালেও সেই ম্যাচে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর চট্টগ্রামে বাটিংনির্ভর উইকেটে সাফল্য পায় বাংলাদেশ। সাগরিকায় প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংবান্ধব উইকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। রবিবার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে। দলের তরুণ পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, সিরিজ জয়ের বিকল্প তারা কিছু ভাবছেন না।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জিততে ভূমিকা রাখা হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইনশাআল্লাহ সিরিজ জিতবো। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা সবাই তরুণ। সবকিছু মিলে ঠিকঠাক চলছে।’
বিপিএলে চট্টগ্রাম, সিলেটের চেয়ে মিরপুরের উইকেট ছিল ভালো। প্রথম দুই ওয়ানডেতেও ভালো উইকেটে খেলা হয়েছে। হাসানের বিশ্বাস রবিবার দ্বিতীয় ম্যাচে মিরপুরে ভালো উইকেট থাকবে, ‘মিরপুরে খেলা যেহেতু হবে, অবশ্যই ভালো উইকেটই হবে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর।’
চট্টগ্রামের বিশ্বকাপে চ্যাম্পিয়নদের হারানোর মোমেন্টাম ধরে রাখতে চায় বাংলাদেশ, হাসান বললেন, ‘ওয়ানডে তো এখন শেষ। টি-টোয়েন্টির দিকে ফোকাস। আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি। এখন মোমেন্টাম অবশ্যই আমাদের দিকে। চেষ্টা থাকবে এটা ধরে রাখার।’
অন্য দুই ফরম্যাটের চেয়ে কুড়ি ওভারের ক্রিকেট বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। এই অবস্থায় গত দুই বছর ধরে অনেক বদল করছে টিম ম্যানেজমেন্ট। তারপরও খুব একটা সফল হয়নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৫ ক্রিকেটারদের বাদ দিয়ে বিপিএলে পারফরম্যান্স করা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। এই দলটিই ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সাফল্য পেলো। হাসান মনে করেন এই দলটি এই সময়ের সেরা দল, ‘এই মুহূর্তে আমাদের যে টি-টোয়েন্টি দলটা আছে, আমি মনে করি সেরা খেলোয়াড়রা। সবাই খুবই প্রাণবন্ত এবং মাঠে শেষ পর্যন্ত সেরাটা দেয়। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই দলটাকে এগিয়ে নিতে পারি, আমার মনে হয় ওয়ানডে বা টি-টোয়েন্টি; যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকবো।’
ক্রিকেটে সাফল্য পেতে ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংও বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে টি-টোয়েন্টিতে ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব অনেক। ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের একটি ক্যাচ মিস ছাড়া ফিল্ডিং ছিল দুর্দান্ত। বাংলাদেশ দল এই মুহূর্তে ফিল্ডিংয়ে ফোকাস রেখেই কাজ করছে বলে জানিয়েছেন হাসান, ‘আমাদের দলের সবাই চাচ্ছি যেন ফিল্ডিংয়ে আরেকটু উন্নতি করা যায়। মাঠে একটু গোছালো থাকতে চায় সবাই। এমনিতে দেখা যায়, ফাস্ট বোলাররা পেছনে দাঁড়ায়। কাভারে দাঁড়ায় না, পয়েন্টে দাঁড়ায় না। তবে এখন যে সময়টা আসছে, সবাই যে কোনও জায়গায় ফিল্ডিং করার জন্য প্রস্তুত। তো এটা খুব ভালো বিষয়।’